Last Updated on 3 months by Shaikh Mainul Islam
শিক্ষার্থীদের মধ্যে যারা বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করতেছ বা করেছ সবাই নিশ্চয়ই পর্যায় সারণি এর নাম শুনে এবং জেনে থাকবে। ১১৮ ট মৌল নিয়ে গঠিত পরযায় সারণি। এমন একটি বিষয় যখন মুখস্ত বা মনে রাখতে হয় তখন সহজভাবে পর্যায় সারণি মনে রাখার কৌশল জানা অত্যন্ত জরুরি।
রসায়ন সাবজেক্টটি পড়তে যেয়ে এর মধ্যে নবম- দশম শ্রেনিতে প্রথম ১৮ টি মৌল মনে রাখতে হয়। আর একাদশ – দ্বাদশ শ্রেনিতে মোটামুটি ৩০ টি মুখস্ত করতে হয়। অনেকে শুধু মৌলগুলোর নাম পড়ে পড়ে মুখস্ত করে বিধায় মুখস্ত করতে পারে না। আবার মনে হয় অনেক কঠিন একটি বিষয়।
আরও পড়ুনঃ প্রশমন বিক্রিয়া কাকে বলে । প্রশমন বিক্রিয়ার উদাহরণ
আসলে এটি মনে রাখা একটুও কঠিন না। আজকের আর্টিকেলে আমরা শিখব, ছন্দে ছন্দে পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে।
এই ভাবে তুমি পর্যায় সারণির ১ থেকে ৩০ পর্যন্ত ৩০ টি মৌল মনে রাখতে পারবে।
তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে। চলো চার্ট আকারে ছন্দে ছন্দে জেনে নেওয়া যাক পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে।
পর্যায় সারণি কাকে বলে?
বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে/ একসাথে উপস্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে গৃহীত একটি ছক হচ্ছে পর্যায় সারণি।
আজ পর্যন্ত সর্বশেষ আবিষ্কৃত মৌল সমূহকে সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এবং মৌল সমুহের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণিতে সাজানো হয়েছে।
পর্যায় সারণি মৌল সমূহ (১-৩০)
হাহিলিবেবো কানা অফ্লু নিসোম অ্যাসিফসাক্লো আপকে স্কেটাবে ক্রোমে আকোনিক জিগে।
উপরে মোটা কালিতে লেখাটি একটি ছন্দ। এটির প্রত্যেকটি অক্ষর দিয়ে একেকটি মৌল বুঝানো হয়েছে। কি একটু অবাক লাগছে? তোমাদের অবাক লাগা দুর করে দিবে নিচের চার্টটি। চলো দেখে নেওয়া যাক,
ছন্দ | মৌল | ইলেকট্রন সংখ্যা |
হা | হাইড্রজেন (H) | 1 |
হি | হিলিয়াম (He) | 2 |
লি | লিথিয়াম (Li) | 3 |
বে | বেরিলিয়াম (Be) | 4 |
বো | ব্রোন (B) | 5 |
কা | কার্বন (C) | 6 |
না | নাইট্রোজেন (N) | 7 |
অ | অক্সিজেন (O) | 8 |
ফ্লু | ফ্লোরিন (F) | 9 |
নি | নিয়ন (N) | 10 |
সো | সোডিয়াম (Na) | 11 |
ম | ম্যাগনেসিয়াম (Mg) | 12 |
অ্যা | অ্যালুমিনিয়াম (Al) | 13 |
সি | সিলিকন (Si) | 14 |
ফ | ফসফরাস (P) | 15 |
সা | সালফার (S) | 16 |
ক্লো | ক্লোরিন (Cl) | 17 |
আ | আর্গন (Ar) | 18 |
প | পটাশিয়াম (K) | 19 |
কে | ক্যালসিয়াম (Ca) | 20 |
স্কে | স্ক্যান্ডিয়াম (Sc) | 21 |
টা | টাইটেনিয়াম (Ti) | 22 |
বে | ভ্যানাডিয়াম (V) | 23 |
ক্রো | ক্রোমিয়াম (Cr) | 24 |
মে | ম্যাঙ্গানাইজ (Mn) | 25 |
আ | আয়রন (Fe) | 26 |
কো | কোবাল্ট (Co) | 27 |
নি | নিকেল (Ni) | 28 |
ক | কপার (Cu) | 29 |
জি | জিংক (Zn) | 30 |
গে | গেলিয়াম (Ga) | 31 |
পর্যায় সারণি মনে রাখার কৌশল
উপরের চার্টে দেখতে পাচ্ছ ছন্দ নামে একটি কলাম আছে। ছন্দটি চার্টের আগেও লেখা আছে। তোমরা এটিকে তোমাদের খাতায় লিখবা।
লিখে এর পাশে বা নিচে নিচে মৌল সমুহের নাম লিখবা। কয়েকবার লিখবা আর পড়বা। দেখবা একদম সহজেই সবগুলি মৌলের নাম মনে থাকবে।
হাহিলিবেবো কানা অফ্লু নিসোম অ্যাসিফসাক্লো আপকে স্কেটাবে ক্রোমে আকোনিক জিগে।
হা তে হাইড্রজেন, হি তে হিলিয়াম,লি তে লিথিয়াম, বে তে বেরিলিয়াম, বো তে ব্রোণ। এভাবে মনে রাখতে হবে।
নবম দশম শ্রেণীর জন্য প্রথম ১৮ টি মৌলের নাম এবং ইলেকট্রন সঙ্খ্যামনে রাখলেই যথেষ্ট। এবং একাদশ দ্বাদশ শ্রেনিতে প্রথম ৩০ টি মৌলের নাম মনে রাখতে হয়।
এছাড়াও ব্যতিক্রম কয়েকটি শেখার দরকার হয়। যা শ্রেনিতে শিক্ষকরা বলে দিবেন।
পর্যায় সারণি মনে রাখার এমন কৌশল দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে মূল কথা হচ্ছে তোমাকে যেভাবে হোক মনে রাখতে হবে। মনে রাখতে পারলেই হবে।
আরও পড়ুনঃ বিরক্ত লাগে রসায়ন?
পর্যায় সারণি মনে রাখার কৌশল এর মতো পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল ও রয়েছে। আমাদের রসায়ন ক্যাটাগরির পরবর্তী কোনো একটি পোষ্টে আমরা পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো।
আরও পড়ুনঃ কম পড়াশোনা করেও ভালো ফলাফলের কার্যকরী উপায়
পর্যায় সারণি pdf শর্টকাট শেখার জন্য একটি পিডিএফ দেখে নিতে পারো। Pdf Link
পর্যায় সারণি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর । FAQS
রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী ইউলিয়ুস লোটার মাইয়ার মিলে পর্যায় সারণি প্রকাশ করেন।
সর্বপ্রথম ১৮৬৯ সালে ৬৭ টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রকাশিত হয়।
এর মধ্যে ৬৩ টি মৌল প্রমানিত সম্ভব ছিল। পরবর্তীতে কয়েক ধাপে মৌল বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১৮ টি মৌলে প্রকাশিত হয়।
সর্বশেষ সর্বাধুনিক পর্যায় সারণিতে মোট মৌল সমুহের সখ্যা ১১৮ টি।
রসায়ন বিজ্ঞানে আধুনিক পর্যায় সারণিতে পর্যায় সংখ্যা সাতটি এবং গ্রুপ সংখ্যা ১৮ টি।
পর্যায় সারণির বাম থেকে ডান দিকের সারণি হচ্ছে পর্যায়। এবং উপর থেকে নিচের দিকের সারণি হচ্ছে গ্রুপ বলা হয়।
পর্যায় সারণি নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি হচ্ছে পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে। এইভাবে যেকোনো শিক্ষার্থী পর্যায় সারণির প্রথম ৩০ টি মৌল মনে রাখতে পারবে।
5 thoughts on “পর্যায় সারণি মনে রাখার কৌশল ( ছন্দে ছন্দে ১-৩০)”